• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার আমতলীতে শোকের ছায়া, সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে,নিহত ৯

Mofossal Barta
প্রকাশিত জুন ২২, ২০২৪, ২১:৩৫ অপরাহ্ণ
বরগুনার আমতলীতে শোকের ছায়া, সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে,নিহত ৯
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা জেলা প্রতিনিধি, কায়েস:

বরগুনা আমতলীতে কনে পক্ষ থেকে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়ার হাট নামক স্থানে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ৯ জন নিহত হয়েছেন।আজ ২২/৬/২৪ইং রোজ শনিবার দুপুর দেড়টার দিকে হলদিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন।নিহতেরা হলেন মাদারীপুর শিবচর উপজেলার রুবিয়া(৪৫),রাইতি খান(২২),ফাতেমা(৩৫),তাহিয়াত মেজবিন(৭),ফরিদা বেগম(৪৮),শাহনাজ আক্তার (৩৭),তাসফিয়া মুবাসসেরা(১২)ও আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তা বুনিয়া গ্রামের জাকিয়া(৩৫)এবং রুকাইদা ইসলাম (৫)।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক বলেন, নিহত ৯জনকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।