• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাতাসের মানোয়ন্ননে কমিটি করবে সরকার: পরিবেশ উপদেষ্টা”

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৭:০১ অপরাহ্ণ
ঢাকার বাতাসের মানোয়ন্ননে কমিটি করবে সরকার: পরিবেশ উপদেষ্টা”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (আইকিউএয়ার) বায়ু দূষণের তালিকায় ঢাকা প্রায় প্রতিদিনই প্রথম সারিতে থাকে। এছাড়া কয়েকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও উঠে আসে ঢাকার নাম।"

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এ সময় ময়লার ভাগাড় শিগগিরই মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যাটারি পোড়ানো বা সিসা আলাদা করা যাবে না। এ সময় পার্শ্ববর্তী দু’টি স্টিলমিল বন্ধেও নির্দেশ দেন তিনি।

এদিকে, বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও জোর দাবি জানান তারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (আইকিউএয়ার) বায়ু দূষণের তালিকায় ঢাকা প্রায় প্রতিদিনই প্রথম সারিতে থাকে। এছাড়া কয়েকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও উঠে আসে ঢাকার নাম।”