• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বেতাগীতে ছাত্রদল নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৪:২৪ অপরাহ্ণ
বরগুনার বেতাগীতে ছাত্রদল নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ

এ বিষয়ে জানতে চাইলে থানার দায়িত্বরত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি

সংবাদটি শেয়ার করুন....

তৌহিদুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার: বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বাজারে জাতীয়তাবাদী ছাত্রদল বিবিচিনি ইউনিয়ন শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, গত ৩১ মার্চ ঈদুল ফিতরের রাতে রানীপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে বেতাগী সদর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য খন্দকার দেশীয় অস্ত্র নিয়ে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিক শিকদারের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে আহত অবস্থায় শফিক শিকদারকে স্থানীয়রা উদ্ধার করে বেতাগী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে ঘটনার দুই দিন পার হলেও থানা পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। শফিক শিকদারের ছোট ভাই থানায় গিয়ে বারবার মামলা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং মামলা রুজুর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মামলা রুজু না করা হয়, তাহলে ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এ বিষয়ে জানতে চাইলে থানার দায়িত্বরত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি