• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চার প্রতিষ্ঠান পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
চার প্রতিষ্ঠান পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড

দেশের বিনিয়োগে অবদান রাখায় চার প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: দেশের বিনিয়োগে অবদান রাখায় চার প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। উদ্ভাবন ক্যাটাগরিতে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশী বিনিয়োগে বিকাশ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটনকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

এছাড়া বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব। তার হাতে এ স্বীকৃতি তুলে দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে কিহাক সাং তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্বের নথি তুলে দেন প্রধান উপদেষ্টা ছবি: পিআইডি

কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বাংলাদেশে পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং ছিলেন প্রথম বিদেশী বিনিয়োগকারী। ইয়াংওয়ান ১৯৮০ সালের মে মাসে টেক্সটাইল ও অ্যাপারেল রফতানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং এ শিল্পে নারী কর্মসংস্থানের পথিকৃৎ হিসেবে পরিচিত।