• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

এ সময় বক্তরা জাতিসংঘের কাছে স্বাধিন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও ইসরায়েলিদের বিচার দাবি করেন। পাশাপাশি গণহত্যার নিন্দা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি গণহত্যা ও দখলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পৌর মুক্তমঞ্চের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন রচনা করেন। মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক মো. মহিউদ্দিন মিশুর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূঁইয়া, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, মোহাম্মদ অমিত হাসান আবীর, আনিসুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীন খান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা, হাসান মাহামুদ পারভেজ, মো. সাহাবুদ্দিন, রাকেশ কুমার ঘোষ, রাসেল মিয়া প্রমুখ।
এ সময় বক্তরা জাতিসংঘের কাছে স্বাধিন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও ইসরায়েলিদের বিচার দাবি করেন। পাশাপাশি গণহত্যার নিন্দা জানানো হয়।