• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্র উপ-সহকারী মন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ১৫:১৪ অপরাহ্ণ
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্র উপ-সহকারী মন্ত্রী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ - সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ - সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপের তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ – সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ – সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপের তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর এটি।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধিদের সাথে দেখা করবেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলটির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।