উক্ত সভায় বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা হয়। এবি পার্টি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। আগামী ২ মে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
মোঃ সেলিম উদ্দিনজামালপুর জেলা প্রতিনিধ: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি )”র” ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফৌজদারী মোড়স্থ, এবি পার্টি জামালপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার আহবায়ক জনাব শাহজাহান মল্লিক, শেরপুর জেলার সদস্য সচিব মুকসিতুর রহমান হীরা, শেরপুর জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, নেত্রকোনা জেলার সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, নেত্রকোনা জেলা এবি পার্টির সংগঠক মঞ্জুর রহমান, জামালপুর জেলার যুগ্ম আহবায়ক এম.এ খালেক, যুগ্ম সদস্য সচিব এডভোকেট মাহমুদুল হাসান, জামালপুর জেলার শ্রমিক পার্টির আহবায়ক আলহাজ্ব আব্দুস সাত্তার, জামালপুর পৌর কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান বাবু, জামালপুর জেলা যুব পার্টির আহবায়ক মো: শিহাব ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা হয়। এবি পার্টি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। আগামী ২ মে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।