• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ১৪:০৪ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে। তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো- কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়ে আজ তাদের খসড়া প্রতিবেদন জমা দিল।