• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ১৬:২৫ অপরাহ্ণ
গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

সংবাদটি শেয়ার করুন....

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে রিকসাভ্যানে সেনা সদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি রিকসাভ্যান তাদের রিকসাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।