আবু জাফর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন মামলায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের ৫ জনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০ এপ্রিল রবিবার রাতে পুলিশের অভিযানে একাধিক মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন, ১।মামুনুর রশিদ মামুন(৬০), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ,২। দুলাল,(৩২)সদস্য, ৭ নং ওয়ার্ড যুবলীগ, ৩ নং হোসেনগাও ইউনিয়ন, ৩। সানিল,(২২) উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য,৪।অজয় বসাক( ৫২), পিতা হরেন্দ্র বসাক সাং কলেজপাড়া, আওয়ামী লীগ নেতা, ৫।ইউসুফ(৩৩) সেচ্ছাসেবক লীগ নেতা।
এ বিষয়ে রানীশংকৈল অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন,গভীর রাতে অভিযান চালিয়ে একাধিক মামলাভুক্ত আসামীদেরকে গ্রেফতার করে, সোমবার জেলা কারাগারে পাঠানো হয়।