• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হিরোইজম দেখিয়েছে, এখন জিরো হয়েছে

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ২০:২৫ অপরাহ্ণ
হিরোইজম দেখিয়েছে, এখন জিরো হয়েছে

গত শনিবার বিকালে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালত বলেছেন, ‘হিরোইজম দেখিয়েছে, এখন জিরো হয়েছে। ওদের (আসামিদের) তো কোনো ক্ষতি নেই। ক্ষতি ওদের বাবা-মায়ের।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানিতে এ মন্তব্য করেন।

এদিন তিন আসামি আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জাহিদুল ইসলাম মেধাবী ছাত্র। তাকে কীভাবে হত্যা করা হলো। মর্মান্তিক ঘটনা। কেউ মেনে নিতে পারছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনা। তাদের নিয়ে আসা হয় খুনের জন্য। শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগত ছাত্র এনে আক্রমণ করে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা আমরা মেনে নিতে পারি না।

আসামি কামালের পক্ষে তার আইনজীবী লুৎফর রহমান বলেন, সে বাঙলা কলেজের শিক্ষার্থী। বনানী এলাকায় থাকে না, যাতায়াতও নেই। একটা দোকানের কর্মচারী। ঘটনার সময় সেখানেই কর্মরত ছিল। ঘটনাস্থলের একজন তাকে ফোন দেয়। ঘটনার সঙ্গে জড়িত নয়। ওই ফোনের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

আলভি ও সানির পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আমরাও দুঃখ প্রকাশ করছি। একটা তাজা প্রাণ চলে গেছে। যারা জড়িত তাদের বিচার হোক। যারা জড়িত না তারা যেন ন্যায়বিচার পায়। তারা ঘটনাস্থলে ছিলেন না, দূরে ছিলেন।

এ সময় বিচারক বলেন, ফোনকলে গেছে। তার মানে বহিরাগত। কেন গেছে ওখানে?

তখন আইনজীবী বলেন, ঘটনাস্থলে যায়নি। দূরে ছিল। তারা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এ বিষয়ে খোঁজ নিতে গিয়েছিল। এ সময় বিচারক বলেন, তারা যে ভর্তি হতে গিয়েছিল এমন কোনো ডকুমেন্ট আছে? তখন আইনজীবী বলেন, ‘এখন তেমন কিছু নাই।’

তখন বিচারক বলেন, হিরোইজম দেখাইছে, জিরো হয়েছে। ওদের (আসামিদের) তো কোনো ক্ষতি নাই। ক্ষতি ওদের বাবা-মায়ের। ধাক্কাধাক্কি-হাতাহাতি হয়। প্রতিষ্ঠানের লোকজন এসে মিচুয়াল করে দিল। ফোন করে অন্যদের ডেকে এনে খুনের ঘটনা ঘটাল। তখন আইনজীবী বলেন, আমরাও চাই বিচার হোক। এরপর আদালত তাদের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার মধ্যরাতে মহাখালীর ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গত শনিবার বিকালে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।