• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক-হেলমেট পরে মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল”

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ১৩:৩৪ অপরাহ্ণ
মাস্ক-হেলমেট পরে মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল”

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল পরিবেশে দলের নেতা-কর্মীরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। আজকের মিছিলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: মুখে মাস্ক ও হেলমেট পরে মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে মহাসড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল করে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো।

মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, মিছিলে যারা অংশ নিয়েছেন, তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট। ফলে মিছিলে অংশ নেওয়া কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ব্যানারে লেখা আছে, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল পরিবেশে দলের নেতা-কর্মীরা মুঠোফোনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। আজকের মিছিলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি।

তবে পরিচয় গোপন রাখার স্বার্থে দলের এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, মূলত তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে এই মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে কোনো তথ্য পুলিশের জানা নেই।