• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সন্তানেরা পাবে পোষ্য শিক্ষাবৃত্তি

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১৮:৪২ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সন্তানেরা পাবে পোষ্য শিক্ষাবৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সন্তানেরা পাবে পোষ্য শিক্ষাবৃত্তি

সংবাদটি শেয়ার করুন....

পড়াশোনা ডেস্ক:  জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মরত নিয়মিত কর্মচারীদের ২০২৪-২৫ অর্থবছরে পোষ্যদের শিক্ষাবৃত্তি প্রদান করবে।

=শিক্ষাবৃত্তির যোগ্যতা—

১. কর্মচারী পোষ্যদের মাধ্যমিক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি/সমমান, উচ্চমাধ্যমিক ১ম ও ২য় বর্ষ/সমমান, স্নাতক (পাস)/সমমান, স্নাতক (সম্মান)/সমমান, মাস্টার্স/স্নাতকোত্তর/সমমান, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং সরকারের স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থী হতে হবে।

জেনে নিন শর্তাবলি—

১. শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে সমযোগ্যতাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী পোষ্যদের দেওয়া হবে।

২. স্বামী ও স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে পোষ্য যেকোনো একজন কর্মচারীর ক্ষেত্রে গণনা করা হবে।

৩. বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পোষ্য শিক্ষাবৃত্তি নির্ধারণ করা হবে।

৪. আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নের প্রমাণপত্র (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি সম্পর্কিত তথ্যাদি/কোড নম্বর উল্লেখ করে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শ্রেণির ভর্তি ও বেতন প্রদানের রসিদ ও আগের শ্রেণির ফলাফল প্রতিষ্ঠান প্রধানের সত্যায়িত ফটোকপি ইত্যাদি জমা দিতে হবে।

আরও পড়ুন

৫. পোষ্য শিক্ষাবৃত্তির ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

৬. সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্মসনদ/NID এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৭. একজন কর্মচারী পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুজন পোষ্যের ধারাবাহিক শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

৮. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের সুপারিশসহ জমা দিতে হবে।

আরও পড়ুন

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

আবেদন ফরম সংগ্রহ ও জমা—

১. অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখার ১২৪ নম্বর কক্ষ হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

২. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০/০৪/২০২৫। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.na.ac.bd