• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক গ্রুপের তৎপরতায় ট্রেনেই সেবা পেলেন হাত কেটে ফেলা যাত্রী

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
ফেসবুক গ্রুপের তৎপরতায় ট্রেনেই  সেবা পেলেন হাত কেটে ফেলা যাত্রী

ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারি আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে হাত কেটে ফেলা এক যাত্রী ট্রেনেই সেবা পেয়েছেন। উপকুল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা সেবা পান। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে আঘাত পান কসবার এক প্রবীণ ব্যক্তি। এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকুল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে বেসরকারিভাবে গড়ে উঠা ফেসবুক পেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে মহিউদ্দিন রাফি নামে এক স্টুয়ার্ড ফাস্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। উপকুল পেজের এডমিন মো. মঈন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদেরকে নানাভাবে সহযোগিতা করা হয়। উপকুল এক্সপ্রেসে কর্মরতরাসহ সাধারন যাত্রীরাও এ কাজে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া:  ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারি আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে হাত কেটে ফেলা এক যাত্রী ট্রেনেই সেবা পেয়েছেন। উপকুল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা সেবা পান।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে আঘাত পান কসবার এক প্রবীণ ব্যক্তি। এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকুল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে বেসরকারিভাবে গড়ে উঠা ফেসবুক পেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে মহিউদ্দিন রাফি নামে এক স্টুয়ার্ড ফাস্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

উপকুল পেজের এডমিন মো. মঈন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদেরকে নানাভাবে সহযোগিতা করা হয়। উপকুল এক্সপ্রেসে কর্মরতরাসহ সাধারন যাত্রীরাও এ কাজে সহায়তা করেন।