• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দুই বছরে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকা: কাদের

Mofossal Barta
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ১৭:০৫ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দুই বছরে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকা: কাদের
সংবাদটি শেয়ার করুন....

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত দুই বছরে মোট ১ কোটি ২৭ লাখ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে।

তিনি বলেন, ২৫জুন, ২০২২সালে সেতুটি উদ্বোধনের পর থেকে সেতু কর্তৃপক্ষ টোল থেকে ১,৬৪৮ কোটি টাকা আয় করেছে।

সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিবিএ ছয় কিস্তিতে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করেছে।

বোর্ড সভা শেষে মন্ত্রী বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। ২০২২ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন।”

উপরন্তু, তিনি উল্লেখ করেছেন যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার তিন কোটি মানুষ সেতু থেকে উপকৃত হচ্ছে।