• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেনজীরের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক

Mofossal Barta
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ১৮:২৭ অপরাহ্ণ
বেনজীরের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে সাতটি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক পাঁচটি পাসপোর্টের নম্বর দিয়েছে। দুদক জানিয়েছে, এর বাইরে দুটি পাসপোর্টের সন্ধান তাদের কাছে আছে। এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে।
দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে পাঁচটি পাসপোর্টের নম্বর পাওয়া গেছে।  পাসপোর্টের নম্বরগুলো হলো— E0017616, AA1073252, BC0111070, BM0828141 ও AND800002095।

তার পাসপোর্টগুলো যাচাই-বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের দুইজন অতিরিক্ত মহাপরিচালক ও দুইজন পরিচালকসহ ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

মঙ্গলবার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম।