কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন: কুষ্টিয়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর ওপারে “সংযোগ সেতু চাই ‘এলাকাবাসীর মানববন্ধন করেন
ঘোড়াইঘাট ও বড়বাজার ঘাট সংলগ্ন গড়াই নদীর উপরে,সংযোগ সেতু চাই এর দাবিতে – কুষ্টিয়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর ওপারের এলাকাবাসী মানববন্ধনে শামিল হন।
২৮ এপ্রিল ঘোড়াই ঘাট সংলগ্ন এলাকার জনগণ ও ছাত্র ছাত্রী বৃন্দ বড়বাজার ঘাটের থেকে ঘোড়াই ঘাট পর্যন্ত সেতুর দাবিতে -চারটি ইউনিয়নের মানুষের বসবাস যেখানে-সংযোগ সেতু না থাকার কারণে এলাকাবাসিকে দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসীর দাবি-যেখানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত শহীদ আবরার ফাহাদ ও জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ইয়ামিনের জন্মস্থান কয়া ইউনিয়নে।
কুষ্টিয়া শহরের সাথে যাতায়াতের জন্য নদীর উপরে ঘোড়ায় ঘাট ও বড় বাজার সংযোগ সেতু স্থাপন এর জন্য দাবী জানান।
সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাড়াদি,কয়া,কুমারখালী ও কুষ্টিয়ার স্কুল, মাদ্রাসা ছাত্রীবৃন্দ ও এলাকাবাসী এর দাবিতে মানববন্ধন করেন ।
এলাকাবাসী জানান, অসুস্থ রোগী গর্ভবতী ও বৃদ্ধদের হাসপাতাল বা ক্লিনিকে আনতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় রাত বিরাতে।
ওপার থেকে শত শত ছাত্রছাত্রীকে স্কুল কলেজে আসতে কষ্ট করতে হয় নৌকা বা সাকোতে।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রাণের দাবি একটা সংযোগ সেতু স্থাপন করা জরুরী।
এ সময়ে ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।