• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
ঘিওরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রশাসনের নিকট আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন সিংজুরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতোয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা সুলতান জাহাঙ্গীর,ঝন্টুর স্ত্রী শিল্পী, সাবেক মেম্বার মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

সোমবার ( ২৮ এপ্রিল ) ৪ ঘটিকার সময় বৈলতলা গ্রামের বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে চঞ্চল্যকর মোজাফফর হত্যা মামলার অন্যতম আসামি বাকেজ উদ্দিন হাজতে আবদ্ধ থাকলেও উক্ত মামলার বাদী ও সাক্ষীসহ গ্রামের নিরপেক্ষ লোকজনকে কোনঠাসা করতে তার পুত্র সাইদুর, রিপন, রহিম বক্স, শামীম, ভাতিজা আলমগীর, ভাই মহর ও রহিজের মাধ্যমে তাদেরই তত্ত্বাবধানকৃত মাছের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের মিথ্যা নাটক সাজিয়ে নিহত মোজাফফরের পুত্র সালমান শাহ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতোয়ার রহমানসহ এলাকার আরো ৫-৬ জনকে জড়িয়ে ঘিওর থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে দাবি করে এলাকাবাসী জানায়, মূলত চঞ্চল্যকর মোজাফফর হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করে খুনিদেরকে বাঁচাতেই এই নাটক সাজিয়েছে বাকেজ এর পুত্র ও তার সাঙ্গোপাঙ্গরা।

প্রশাসনের নিকট আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন সিংজুরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতোয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা সুলতান জাহাঙ্গীর,ঝন্টুর স্ত্রী শিল্পী, সাবেক মেম্বার মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।