• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠীতে অটোরিকশার চাকায় ওড়না গলায় পেঁচিয়ে আহত কিশোরীর মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত মে ১, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
ঝালকাঠীতে অটোরিকশার চাকায় ওড়না গলায় পেঁচিয়ে আহত কিশোরীর মৃত্যু

সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো. লোকমান হোসেনের মেয়ে এবং স্থানীয় সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠীর কাঁঠালিয়ায় অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হওয়া ইসরাত জাহান মুনা (১২) অবশেষে মারা গেছে।

২৯ মার্চ অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুনা। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২৯ মার্চ বিকেলে ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুনা। সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো. লোকমান হোসেনের মেয়ে এবং স্থানীয় সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।