• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাস চাপায় শ্রমিকের মৃত্যু”

Mofossal Barta
প্রকাশিত মে ১, ২০২৫, ১৯:১৮ অপরাহ্ণ
বরিশালে বাস চাপায় শ্রমিকের মৃত্যু”

এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক দল কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে বাস চাপায় শ্রমিকের মৃত্যু হয়েছে। মহান মে দিবসের র‍্যালি শেষে খিচুড়ি খাওয়ার সময় বাসের চাপায় মানিক গাজী (৬০) নামে এক শ্রমিক দল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার(১লা মে) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এসআই মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক গাজী উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শ্রমিক দলের অনুষ্ঠান শেষে মানিক গাজী রাস্তার পূর্বপাশে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় শ্রমিক দলনেতা বাবুল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও খোকন ডাকুয়া তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়রা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতু থেকে আটক করে সোনার বাংলা বাজারে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিক দল কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।