• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ের পরিস্থিতি প্রশ্নে ‘চুপ রইলেন’ সন্তু লারমা”

Mofossal Barta
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
পাহাড়ের পরিস্থিতি প্রশ্নে  ‘চুপ রইলেন’ সন্তু লারমা”

বিষয়টি নিশ্চিত করতে পারেননি তার ব্যক্তিগত সহকারি শ্যামল লারমা।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক: পাহাড়ের পরিস্থিতি নিয়ে কোনো ধরণের মন্তব্য না করে সাংবাদিকদেরকে রাঙামাটি ঘুরে আসার আমন্ত্রণ জানালেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে করা প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একটি চিঠি সূত্রে জানা যায়, প্রথমবারের মতো এ পথে ভারত যাচ্ছেন সন্তু লারমা। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাতৃ-পিতৃ তর্পন ও ধর্মীয় আচারাধি সম্পাদন অনুষ্ঠানে যোগদান করারও কথা রয়েছে তার। এ পথেই তিনি বাংলাদেশে ফিরবেন। তবে ঠিক কবে ফিরছেন এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি তার ব্যক্তিগত সহকারি শ্যামল লারমা।