• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়ন কাউকে চাপ দিচ্ছে না: ইইউ রাষ্ট্রদূত

Mofossal Barta
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়ন কাউকে চাপ দিচ্ছে না: ইইউ রাষ্ট্রদূত

নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে চাপ দিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে চাপ দিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেছেন, সংসদ নির্বাচন কখন হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নিবে। তবে টেকসই বাংলাদেশ বিনির্মাণে সংস্কারকাজ সম্পন্ন করা গুরুত্বপূর্ণ।

সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মি. মিলার।

ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত আরও বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে সংস্কারের বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করি।”

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে মি. মিলার বলেন, বিচারিক প্রক্রিয়ায় অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।