মো: মাসুম মিয়া: বেলাবো উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম মহোদয়ের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO)/ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব আতাউর রহমান আলোচনায় গত এক বছরে ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি, মাসিক রিপোর্ট ও ত্রৈমাসিক রিপোর্ট প্রদান, প্রতিটি ইউনিয়ন পরিষদ এ বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালত এর কার্যক্রম নিয়ে প্রচারণা,মামলার সংখ্যা বৃদ্ধি ও মেম্বারদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন।
সভাপতি জনাব মো: আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার আলোচনায় বলেন প্রতিটি ইউনিয়ন এ মামলার সংখ্যা বৃদ্ধি করতে হবে,চেয়ারম্যান, মেম্বার, হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব মামলার সংখ্যা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে। প্রতি মাসে কম পক্ষে ৫ টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সকল মামলার নথি আপডেট রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বয় সভা শেষ করেন।