এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
বরিশাল প্রতিনিধি: নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা ও শুভেচছা জানান বিএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিণ)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শুক্রবার ৯ মে বরিশাল জেলা সফরকালে সকাল ৬ টায় লঞ্চঘাটে পৌছলে বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের পক্ষে তাদেরকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
পরবর্তীতে সকাল ০৯ টায় বরিশাল সার্কিট হাউজে উপদেষ্টাকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।