ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
মো: মতিউর রহমান, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৮ নং বরগুনা ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন এবং ৭ নং ঢলুয়া ইউনিয়নের দক্ষিণ লেমুয়া গ্রামের সাথে সংযোগ পুল এটি।
বরগুনার আমতলী একটি পুরানো ও ঐতিহ্যবাহী বাজার, এখনো হাজার হাজার মানুষ এখানে বাজার করতে আসে সপ্তাহে দুই দিন, রবিবার ও বুধবার। অত্র অঞ্চলের জনসাধারণের বরগুনা সদরের সাথে যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ এই ভাঙ্গা পুলটি পারাপার হতে হয়। একমাত্র মাধ্যম পথ এই পুলটি। প্রাইমারি ও হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ ভাঙ্গা পুল দিয়ে পারাপার হয়ে স্কুলে যেতে আসতে হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সংসদ সদস্য থাকা সত্ত্বে ও এই পুলটি মেরামত বা পূর্ণনির্মাণের কোন কাজ করেন নাই। এলাকাবাসীর দাবি এই পুলটি অতি দ্রুত পুনঃনির্মাণ করে জনসাধারণের যাতায়াতের উপযোগী করে দেওয়ার জন্য তারা যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েচ্ছেন।