• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, অভিযোগ সাধারণ সম্পাদকের

Mofossal Barta
প্রকাশিত মে ১৪, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, অভিযোগ সাধারণ সম্পাদকের

পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি ঢাকা মহানগর, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এতে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল ডেস্ক: ছাত্রদলের নেতাকর্মীদের ‘টার্গেট করে’ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন।

“আমরা দেখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। অথচ সরকার তা নিয়ে নিশ্চুপ,” বলেন মি. নাছির।

পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি ঢাকা মহানগর, ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এতে যোগ দেন।

রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সমাবেশ করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।

“অতি দ্রুত আমরা এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে। না হলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরাতে বাধ্য হবো,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়।

উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ছিলেন। ঘটনার পর মি. সাম্যের ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।