"লুটেরাদের অর্থ দিয়ে ফান্ড তৈরি করা হবে, যা ক্ষতিগ্রস্ত ব্যাংক ও জনহিতকর কাজে ব্যবহার করা হবে," সোমবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন মি. মনসুর।
মফঃস্বল বার্তা ডেস্ক: আওয়ামী লীগ শাসনামলে যারা ব্যাংকের অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন, তাদের সম্পদ ও অর্থ জব্দ করে একটি বিশেষ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
“লুটেরাদের অর্থ দিয়ে ফান্ড তৈরি করা হবে, যা ক্ষতিগ্রস্ত ব্যাংক ও জনহিতকর কাজে ব্যবহার করা হবে,” সোমবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন মি. মনসুর।
ইতোমধ্যেই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
“আমাদের হাতে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ার রয়েছে, এগুলোর যারা পালিয়ে গেছেন, তাদের শেয়ার… ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকা দিয়ে ফান্ড তৈরি করে কীভাবে জনহিতকর কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে,” বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা তদন্তের আওতায় এসেছেন, তাদের এক লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা অবরুদ্ধ করা হয়েছে।
এছাড়া বিদেশে ১৬ কোটি ৪০ লাখ ডলার এবং ৪২ হাজার ৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি জব্দ অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
“প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা দিয়ে ম্যানেজমেন্ট ফান্ড করা হবে। সেই ফান্ড থেকে ডিপোজিটর ও দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে,” বলেন গভর্নর মি. মনসুর।