• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিবেক চত্বরে পাকা রাস্তার পাশে সরকারি জমি কেটে মন্দিরের মাটি ভরাট।

Mofossal Barta
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
বিবেক চত্বরে পাকা রাস্তার পাশে সরকারি জমি কেটে মন্দিরের মাটি ভরাট।

কিছুদিন আগে উক্ত মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু মাটি ভরাটের কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের সিডিউলে না থাকায় মন্দিরের কমিটির লোকজন নিজেরাই মাটি ভরাটের কাজটি করান। কিন্তু তারা মন্দির সংলগ্ন দক্ষিণ খাজুরতলা স: প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে পাকা রাস্তার বাহির সাইডে সরকারি জমি কেটে মন্দিরের ভরটের কাজ সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন....

মোঃ মতিউর রহমান, বরগুনা প্রতিনিধি:- বরগুনা সদর উপজেলার ২ নং গোরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিবেক চত্বর নামক স্থানের মন্দির এটি।

কিছুদিন আগে উক্ত মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু মাটি ভরাটের কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের সিডিউলে না থাকায় মন্দিরের কমিটির লোকজন নিজেরাই মাটি ভরাটের কাজটি করান। কিন্তু তারা মন্দির সংলগ্ন দক্ষিণ খাজুরতলা স: প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে পাকা রাস্তার বাহির সাইডে সরকারি জমি কেটে মন্দিরের ভরটের কাজ সম্পন্ন করেন।

একদিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বিহীন সরকারি জমির মাটিকাটা, তারপরে পাকা রাস্তার পাশে হওয়ায় রাস্তা ভাঙ্গনের ঝুঁকিতো আছেই, এ ছারাও রাস্তার পাশে দুটি বড় গাছ থাকায় ঝড় বন্যায় উপরে পরতে পারে বলে স্থানীয়দের সংন্কা রয়েছে।