অনলাইন ডেস্কঃ
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা চাকরি নিয়মিতকরণসহ তাদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে আজ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছে।
চাকরিতে সব ধরনের বৈষম্য দূর করারও দাবি জানিয়েছেন তারা। গতকাল ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মীরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে রাজেন্দ্রপুর বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ করেছে, আমাদের স্থানীয় সংবাদদাতা জানান।
জুনিয়র ইঞ্জিনিয়ার মামুন খান বলেন, তিনি চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত করতে চান।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অর্থ বিভাগের হিসাবরক্ষক কবির হোসেন জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।
লাইন টেকনিশিয়ান আমিনুল ইসলাম তাদের দাবি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে তারা কাজে ফিরতে পারেন।
লক্ষ্মীপুরে জেলার কর্মচারীরা তাদের জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্লোগান দেয়।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে দেশের ৮০টি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি অফিস আজ ধর্মঘট করেছে।
আন্দোলনকারীদের বক্তব্য, ধর্মঘট সত্ত্বেও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ যথারীতি থাকবে।