• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Mofossal Barta
প্রকাশিত জুলাই ১, ২০২৪, ২০:০২ অপরাহ্ণ
বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী আজ বিএএফ সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সাথে সাক্ষাৎ করেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন।

ভারতীয় নৌবাহিনী প্রধান তার স্ত্রী ও প্রতিনিধি দল নিয়ে ৩০ জুন সরকারি সফরে ঢাকায় আসেন।

আশা করা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী প্রধানের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।