অনলাইন ডেস্কঃ
আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৪.৪ কিলোগ্রাম ওজনের ৩৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের (সিআইআইডি) সহকারী কমিশনার প্রদীপ কুমার সরকার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারগুলি, দুটি প্যাকেটে স্টিকি টেপে মোড়ানো, আসনগুলির উপরে হ্যান্ড ব্যাগেজ স্টোরেজ বগিতে পরিত্যক্ত ছিল।
সালাম এয়ারের একটি বিমান বিমানবন্দরে অবতরণের পর ভোর সাড়ে ৫টার দিকে কর্মকর্তারা সোনার বারগুলো উদ্ধার করেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোনার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
সিআইআইডির কর্মকর্তারা জানান, গ্রেফতার এড়াতে চোরাকারবারীরা মাঝেমধ্যে এভাবে সোনা রেখে যায়। নিরাপত্তা পাস নিয়ে অনেকেই তাদের এজেন্ট হিসেবে কাজ করে এবং বিমানবন্দর থেকে সোনা নিয়ে যায়।