• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

র‍‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে: মার্কিন পররাষ্ট্র দফতর

Mofossal Barta
প্রকাশিত মে ১৭, ২০২৪, ১৭:০৫ অপরাহ্ণ
র‍‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে: মার্কিন পররাষ্ট্র দফতর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।”এই দাবিগুলি মিথ্যা। মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না,” বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে একটি নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল “আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা বৃদ্ধি”।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে থাকলেও তা বিচার বিভাগের ওপর নির্ভর করছে।সালমান এফ রহমান যোগ করেন, “ইস্যুটি মার্কিন বিচার বিভাগের সাথে যা স্বাধীন এবং হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে আলাদা। তারা স্বাধীনভাবে কাজ করে,” সালমান এফ রহমান যোগ করেন।

গত সপ্তাহে ঢাকায় তিন দিনের সফরে থাকা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর সঙ্গে নৈশভোজে আলোচনার পর সালমান বলেন, “ইস্যুটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।”

সূত্রঃ দ্যা ডেইলি স্টার