• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মতিউর ও পরিবারের সকল সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত

Mofossal Barta
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ১৮:৪৮ অপরাহ্ণ
মতিউর ও পরিবারের সকল সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

পরিবারের অন্য সদস্যরা হলেন মতিউরের স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, তাদের ছেলে আহমেদ তৌফিকুর রহমান, মেয়ে ফারজানা রহমান ইপশিতা এবং মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শ্যাওলী।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন আদালতে আবেদন করলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, মতিউর ও তার পরিবারের সদস্যরা সম্পত্তি হস্তান্তর ও অর্থ পাচারের চেষ্টা করছেন। সুতরাং, তাদের এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত রাখার জন্য একটি আদেশের প্রয়োজন ছিল, আইও বলেছেন।

স্থাবর সম্পত্তি হল ঢাকার সাভার, ময়মনসিংহের ভালুকা, গাজীপুর, নাটোরের সিংড়া ও নরসিংদীর শিবপুরে মোট ২,২১২.৩৫ দশমিক এবং ঢাকার মিরপুরে অবস্থিত চারটি ফ্ল্যাট (মোট ৭,২৪৮ বর্গফুট)।

স্থানান্তরযোগ্য সম্পত্তি হল দেশের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ১৩,৪৪,৩৬,৪৭১ টাকা জমা।

তবে ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত।

তারা বিভিন্ন ব্রোকারেজ হাউসের ২৩টি সুবিধাভোগী মালিকের (বিও) অ্যাকাউন্টও খুলেছে।

প্রহরীর পক্ষে আবেদনটি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

গত ২৪ জুন একই আদালত মতিউর রহমান, লায়লা ও অর্ণবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

এর আগে তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক।