অনলাইন ডেস্কঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও মেয়ের নামে থাকা ঘের থেকে মাছ চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাছ চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের নামে ঘের রয়েছে। সেখান থেকে মাছ ধরার সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনজনকে আটক করে কোটালীপাড়া থানার পুলিশ। তাঁরা হলেন কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের ডহরপাড়া গ্রামের কিশোর সমদ্দার (২০), আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের মনির হোসেন (৫০)।