• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি জমি ভূমি দস্যুদের দখলে, উদ্ধারের কোন তৎপরতা নাই সরকারের

Mofossal Barta
প্রকাশিত মে ১৯, ২০২৪, ২০:১৪ অপরাহ্ণ
সরকারি জমি ভূমি দস্যুদের দখলে, উদ্ধারের কোন তৎপরতা নাই সরকারের
সংবাদটি শেয়ার করুন....

গাইবান্ধা বুরো প্রধান,
গাইবান্ধা সদর উপজেলাধীন ৫নং বল্লম ঝাড় ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক একর ৭৪ শতাংশ জমি ভূমি দস্যুরা দখল করে নিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, বিআরএস খতিয়ান নং ৭, অনুযায়ী দেখা যাচ্ছে উক্ত বিদ্যালয়ের নামে ওই এক একর ৭৪ শতাংশ জমি রেকর্ড হয়েছে।নির্মাণধীণ স্কুল ও মাঠ সহ মাপ দিয়ে দেখা যায় যে মাত্র ১৮ শতাংশ জমি স্কুলের দখলে, বাকি এক একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভূমি দস্যুরা জোর করে দখল করে খাচ্ছে।

ভূমি দস্যুদের নাম,১/মোঃ জাহিদুল ইসলাম, ২/মোঃ সামিউল ইসলাম, ৩/মোঃ ভুট্টু মিয়া,৪/মোঃ শফিউল ইসলাম, ৫/সোলেমান হোসেন, ৬/মোঃ খাজা মিয়া, উভয়ের পিতা মৃত্যু আব্দুল জলিল, গ্রাম, নারায়ণপুর,থানা জেলা গাইবান্ধা সদর। এ ব্যাপারে স্থায়ী ইউনিয়ন পরিষদে বিচার দিলে কোন শুরহা হয়নি,ভূমিদস্যুরা এলাকায় দাঙ্গাবাজ, চাঁদাবাজ এবং মামলাবাজ। তাদের নামে কেহ কিছু বললে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিচ্ছে।গত ১২/০৫/ ২০২৪ ইং তারিখে অত্র বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকা জমি উদ্ধারের জন্য গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।এলাকার লোকজনের আকুল আবেদন উক্ত বিদ্যালয়ে জমাটি যেন সুষ্ঠ সুবিচারে বিদ্যালয় ফেরত পায় এটা এলাকাবাসীর জোর  দাবি।