• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ, সারা দেশে বিজিবির টহল জোরদার

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪, ১৬:২১ অপরাহ্ণ
রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ, সারা দেশে বিজিবির টহল জোরদার
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গতকাল রবিবার (২৮ জুলাই) সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে তাদের ঘোষণা প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার (২৯ জুলাই) সারা দেশে ‘ছাত্র-জনতার বিক্ষোভ’ কর্মসূচি এবং ‘প্রতিবাদ সমাবেশ’ করার কথা তাদের।

তবে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় আগাম মাঠে নেমেছে পুলিশ।

আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এর মধ্যে রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমণ্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ধানমণ্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানান নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।
রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। আজ সোমবার বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে।

আর যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সে জন্য আজ সোমবার (২৯ জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারা দেশে বিজিবির টহল জোরদার করা হয়েছে।