• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩০, ২০২৪, ১৫:৩৬ অপরাহ্ণ
৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান
সংবাদটি শেয়ার করুন....

অনলাই ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে তারা শিববাড়ি মোড় ও খুলনা-যশোর রোডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণী, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকে ঘিরে ফেলে। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে একত্রিত হয়ে সড়কের ওপর প্রতিবাদী আল্পনা আঁকতে থাকে। পরে পুলিশের চাপের মুখে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।