• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১, ২০২৪, ১৪:৩১ অপরাহ্ণ
জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
সব আইনি প্রক্রিয়া শেষে ‘কিছুক্ষণের মধ্যে’ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “১৪ দলের সভায় জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এটার একটা আইনি প্রক্রিয়া আছে। গেজেট নোটিফিকেশনের ক্ষেত্রেও আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি বাধ্যবাধকতা পূরণ শেষে আজকে সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আমরা এটাকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

“কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট নোটিফিকেশন পাবলিশ করবে। সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত, শিবির ও এর অন্যান্য অঙ্গ সংগঠন সরকার নিষিদ্ধ ঘোষণা করছে।”

বুধবারই জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হবে বলে আইনমন্ত্রী আগে জানিয়েছিলেন। কিন্তু ‘আইনি প্রক্রিয়ার কারণে’ একদিন বেশি সময় লেগেছে বলে তার ভাষ্য।