• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ, যুব ও ক্রীড়া পেলেন আসিফ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ১৪:৪৯ অপরাহ্ণ
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ, যুব ও ক্রীড়া পেলেন আসিফ
সংবাদটি শেয়ার করুন....
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। যদিও রাত ৮টায় তাদের শপথগ্রহণের কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

এদিকে গতকাল রাতে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন ১৪ সদস্য।

ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ ছাড়া সালেহ উদ্দিন আহমেদ- অর্থ ও পরিকল্পনা, ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ, আদিলুর রহমান খান- শিল্প, হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, তৌহিদ হোসেন- পররাষ্ট্র, সৈয়দা রেজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন, শারমিন মুরশিদ- সমাজকল্যাণ, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র, ড. আ.ফ.ম খালিদ হাসান- ধর্ম, ফরিদা আখতার- মৎস ও প্রাণিসম্পদ, নূরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।