• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিজাম হাজারীর সহযোগি মানিক যেতে পারেননি ভারতে

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪, ১৮:১৬ অপরাহ্ণ
নিজাম হাজারীর সহযোগি মানিক যেতে পারেননি ভারতে
সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ফেনীর সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক সহযোগি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। তবে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে ছিলেন।
একাধিক সূত্র জানায়, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। ফরিদ মূল এলাকায় মানিক নামে পরিচিত। নিজাম হাজারীর ঘনিষ্টজন হিসেবে পিএস মানিক হিসেবেই তাকে মানুষ বেশি চিনতেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।