• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লাইব্রেরিতে এসে বই পড়ে পুরস্কার পেলো ২২ শিক্ষার্থী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪, ১৮:৩০ অপরাহ্ণ
লাইব্রেরিতে এসে বই পড়ে পুরস্কার পেলো ২২ শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সর্বাধিক দিন লাইব্রেরিতে উপস্হিত থেকে বই পড়লে পুরস্কার দেওয়ার প্রথা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। জুলাই মাসেও ২২ শিক্ষার্থীকে বাছাই করে পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বালিকা বিভাগে ১৪ দিন উপস্হিত থেকে ১ম হয়েছেন সাদিয়া বুশরা, হাফছা বেগম, নুসরাত সাকুরা, সুমাইয়া আফরিন, মহিমা রায়, সৃষ্টি রায়, শাহ-সামিয়া, নুসরাত সোহা, লামিয়া আক্তা ও ইস্পা আক্তার। ১৩ দিন উপস্হিত থেকে ২য় হয়েছে আদ্রিতা। ১১ দিন উপস্হিত থেকে ৩য় হয়েছে ইসরাত তানিশা। বালক বিভাগে ১৪ দিন উপস্হিত থেকে ১ম হয়েছেন পৃথিবী দাস সূর্য্য, গগনদীপ কুন্ডু, সৌমিক রায়, স্নেহাল গোপ পান্না, চৌধুরী আনাস ও আব্দুল গফফার। ১৩ দিন উপস্হিত থেকে ২য় হয়েছেন সৌভিক রায়, সপ্তদীপ কুন্ডু ও অনির্বান দাস। ১২ দিন উপস্হিত থেকে ৩য় হয়েছেন তন্ময় সরকার।
নাসিরনগরের ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, মেধা ভিত্তিক সমাজ গঠনে বই পাঠের কোনো বিকল্প নেই। ভালো কিছু করার জন্যই এই উদ্যোগ। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বই পড়ুক, সেই উৎসাহ দানের জন্যই এই পুরস্কার। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে লাইব্রেরিতে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই যে সকল ছা-ছাত্রী পড়ছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি।