• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ার হাদিস হত্যায় আইনমন্ত্রী, মেয়রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪, ১৪:৩৫ অপরাহ্ণ
আখাউড়ার হাদিস হত্যায় আইনমন্ত্রী, মেয়রের বিরুদ্ধে অভিযোগ দায়ের
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগণ গ্রামে হাদিস মিয়া নামে একজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাদিসের ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাহার মিয়া এ অভিঢ়োগ দায়ের করেন। তবে বুধবার দুপুর নাগাদ অভিযোগটি মামলা হিসবে নথিভুক্ত হয়নি।
মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ লোককে আসামী করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের ভোট চলাকালে বিকেলে গুলিবিদ্ধ হন হাদিস। পরে তিনি মারা যান। বিজিবির পক্ষ থেকে তখন জানানো হয়, ভোটকেন্দ্র দখলে বাধা দিলে আইনশৃংখলা বাহিনীর উপর হামলা হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। তবে হাদিসের পরিবার জানায়, বিনা কারণেই হাদিসের উপর গুলি চালানো হয়।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার একটি অভিযোগ পেয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।