সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার
ভোলা জেলার সদর থানাধীন ১১নং চর ভেদুরিয়া ইউপিস্থ ০৩নং ওয়ার্ডের পশ্চিম চরকালী সাকিন এলাকায় দেশীয় তৈরী ০২ (দুই) টি পাইপগান (অবৈধ আগ্নেয়াস্ত্র) এবং ০৪ (চার) টি খালি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া প্রসঙ্গে।*
ইং ০৯/০৯/২০২৪ তারিখ এএসপি মোঃ জামাল উদ্দিন, ক্যাম্প কমান্ডার, অস্থায়ী র্যাব ক্যাম্প, ভোলার নেতৃত্বে ভোলা সদর মডেল থানা পুলিশ এবং র্যাব ক্যাম্প, ভোলার র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন ১১নং চরভেদুরিয়া ইউপিস্থ ০৩নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সাকিনস্থ খেয়াঘাট ব্রীজের পশ্চিমাংশে ব্রীজের নিচে রাত ০০:৫০ ঘটিকায় যৌথ অভিযান পরিচালনা করে ব্রীজের নিচের উত্তর পার্শ্বে ঝোপঝাড়ের ভিতর ০১ (এক) টি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর (ক) ০২ (দুই) টি দেশীয় তৈরি একনলা কাঠের হাতল বিশিষ্ট ট্রিগারযুক্ত পাইপগান (অবৈধ আগ্নেয়াস্ত্র), যার প্রতিটি হাতলসহ দৈর্ঘ্য ৩০.৫ সেঃ মিঃ (খ) সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো ০৪ (চার) টি খালি ম্যাগাজিন, যার প্রতিটির দৈর্ঘ্য ১০.৫ সেঃ মিঃ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে ইং ০৯/০৯/২০২৪ তারিখ রাত ০১:৩৫ ঘটিকার সময় আলামত সমুহ উপস্হিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন সমূহ র্যাব কর্তৃক নিজেদের হেফাজতে গ্রহন করা হয় এবং আলামতসমুহ কে বা কারা ঘটনাস্থলে ফেলে গেছে সে সংক্রান্তে তথ্য সংগ্রহের চেষ্টা এবং ঘটনাস্থলের আশপাশ এলাকায় অবৈধ আরো আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে আরো অভিযান পরিচালনা শেষে উপরে উল্লেখিত জব্দকৃত পরিত্যাক্ত অলামত সমূহ গ্রহণপূর্বক সাধারন ডায়েরী করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দ তালিকাসহ অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ভোলা বরাবর আবেদনের প্রেক্ষিতে সদর মডেল থানার সাধারন ডায়েরী নং-৪৯১, তারিখ-০৯/০৯/২০২৪ এন্ট্রি ভুক্ত করা হয় এবং সদর থানার দায়িত্বরত ডিউটি অফিসার জব্দকৃত অলামত সমূহ নিজ জিম্মায় বুঝিয়া নেন।