মোঃ শুকুর আলী
বিশেষ প্রতিনিধিঃ
সাভারের ভাগলপুরে (সিরামিক্স বাজার) বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখল সংক্রান্ত ঘটনায়, সংবাদ সংগ্রহে গেলে দ্য ডেইলি স্টারের সাংবাদিক আক্কাছ মাহমুদ এর উপর হামলা করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে এনাম মেডিকেলে নেয়া হয়েছে।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এভাবেই বিভিন্ন জায়গার গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্নভাবে সন্ত্রাসীর হাতে হামলার শিকার হয়। কিছুদিন আগে জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সারাদেশে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। তারপরে জামালপুর জেলা পুলিশ সুপার দ্রুত ভাবে অভিযান চালিয়ে সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এভাবে প্রশাসনকে বলতে চাই দূরত্ব ভাবে সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানায় বাংলাদেশ নাগরিক সমাজ ।
মুক্তিযোদ্ধারা যেভাবে জীবনের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল।
ঠিক এভাবেই সাংবাদিকরাও জীবনের সাথে যুদ্ধ করে সংবাদ সংগ্রহ করে আর এই জন্য যদি দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডাবাহিনীর হাতে যদি সাংবাদিকরা নির্যাতিত হয় তাহলে কিভাবে তারা সংবাদ সংগ্রহ করে দেশের জনগণের সামনে তুলে ধরবে ।
দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি সাংবাদিক করে মহল।