• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১৮:৩৫ অপরাহ্ণ
মিরপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

 

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দেশ করার লক্ষ্যে বিক্ষোভ করেন ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের হযরত শাহ আলী মাজার থেকে সনি সিনেমা হল পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরে উত্তরের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতারা বলেন, স্বৈরাচারের হাত থেকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। দেশের প্রতিটি মানুষ এখন উন্মুক্ত। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সকল মানুষকে একত্রিত হয়ে ব্যাস গড়ার অঙ্গীকার করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা মহানগরের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন,শাহ আলী থানার সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক সায়েদ ইসলাম, বনানী থানার সভাপতি এফ এম কামরুজ্জামান,সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন,গুলশান থানার আহবায়ক মোঃ রুবেল সদস্য সচিব জোবায়দুর রহমান হিরু,দারুস সালাম থানার সভাপতি সিরাজ সিনিয়র সহ-সভাপতি সোলায়মান,বাড্ডা থানার আহবায়ক মেহেদী হাসান সদস্য সচিব মোবারক হোসেন, মিরপুর থানার সাধারণ সম্পাদক নবীর হোসেন সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার।আদাবর থানার যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন,ক্যান্টনমেন্ট থানা সভাপতি মোহাম্মদ রনি হোসেন সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।