• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

Mofossal Barta
প্রকাশিত মে ২৬, ২০২৪, ১৯:১৯ অপরাহ্ণ
জামায়াত নেতার তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি
সংবাদটি শেয়ার করুন....

মোঃ শুকুর আলী
নিজস্ব প্রতিনিধঃ

নাশকতার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক জামায়াত নেতার তথ্য চাওয়ায় সাভারে কর্মরত দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক মো. ওমর ফারুককে জেলে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম ও প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক রাফির বিরুদ্ধে।

এ সময় তারা সাংবাদিকদের সাথে অসদাচরণ করে তাদেরকে পুলিশে দেওয়াসহ দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনায় শনিবার রাতে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮০২) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. ওমর ফারুক।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজফুলবাড়িয়া বাজার এলাকার একেএইচ নিটিং এন্ড ডাইং লিমিটেড কারখানায় আত্মগোপন থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবুল বাশারের তথ্য চাইতে গেলে এ হুমকি
দেওয়া হয়।
অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম আবুল কাশেম। তিনি একেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তবে সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।