বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটকেন্দ্রে গুলিতে এক ব্যক্তির নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামী করে আদালতে একটি হত্যার এজাহার দায়ের হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ এজাহারটি মামলা হিসেবে নথিভূক্তের জন্য আখাউড়ার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৩ মার্চ গুলিতে আবদুল হাদিস (৪২) নিহত হন। হাদিস বাহারের আপন ছোট ভাই। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা , তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ১২ ব্যাটালিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক সিইইউ মেজর এরশাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাশেম ভূইয়া , তাকজিল খলিফার আপন ভাই সিএন্ড এফ সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ খলিফা, জাহাঙ্গীর মিয়া , জুয়েল খান (8৫), নাহিদ খান (৩০), নাছির মিয়া (৫৫)।