• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের লোকজন আমাদের ঘাড়ে বসে ব্যবসা করার চেষ্টা করবে – মুশফিকুর রহমান

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ১৭:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকার জন্য আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে এসে বসে ব্যবসা-বাণিজ্য করবে। আমাদের সাহায্য চাইবে। আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন।’
তিনি আরো বলেন, ‘বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে। তবে তার আগে পরীক্ষা নিরিক্ষা করে নিতে হবে। তার ঈমান ঠিক আছে কিনা দেখতে হবে। থাকবে না আবার চলে যাবে বুঝতে হবে’
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে সহযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন। মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মুনসুর মিশন।
প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোষক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তর মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ সময় মুশফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো। ২০২৪ এ আবার স্বাধীন হয়েছে। এখন কথা বলা স্বাধীনতা আমরা পেয়েছি। ‘