• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্ত মন্ত্রীসহ ২৪০ জনের নামে মামলা

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ২০:৪৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্ত মন্ত্রীসহ ২৪০ জনের নামে মামলা
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৪০ জনের নাম উল্লেখ করে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে মামলাটিকে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাতনামা আরো এক থেকে দেড়শ’ জনকে আসামী করা হয়েছে।
পৌর এলাকার কাজীপাড়ার মো. শিহাব উদ্দিন চৌধুরীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ১ থেকে ৫নং আসামীর নির্দেশের অন্যান্য আসামীরা তিনিসহ কয়েকজন সাক্ষীর উপর হামলা করেন। এতে তারা বেশ কয়েকজন আহত হন। এছাড়া আসামীরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করে।