• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে তিন দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী

Mofossal Barta
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১৩:৫৩ অপরাহ্ণ
রাণীশংকৈলে তিন দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী
সংবাদটি শেয়ার করুন....
 হুমায়ুন কবির
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনি মঙ্গলবার ২৮ মে অনুষ্ঠিত হয়েছে। শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন উপজেলা হলরুমে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাহিমউদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে বিভন্ন  কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, প্রধান শিক্ষক কুশমত আলী, ধরনী প্রসাদ ও মেরিনা খাতুন, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, অমল কুমার রায় ও কুলসুমা বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রধান ও সহকারী শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।